English Version
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৫৪

হাজার মাইল পাড়ি দিয়ে ফিরল হারানো বিড়াল

নিজস্ব প্রতিবেদক
হাজার মাইল পাড়ি দিয়ে ফিরল হারানো বিড়াল

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে হারিয়ে যাওয়ার পর প্রায় এক হাজার মাইল দূরে মালিকের বাসায় ফিরে এসেছে পোষা একটি বিড়াল। হারানোর পর ফিরে আসতে বিড়ালটির দুই মাস সময় লেগেছে। তার সঙ্গে যুক্ত মাইক্রোচিপ দেখে একটি প্রাণীকল্যাণ সংস্থা বিড়ালটিকে মালিকের বাসায় পৌঁছে দেয়।

সিএনএন সূত্রে জানা গেছে, আড়াই বছরের রাইনে বাউ (রেইনবো) নামের বিড়ালটির মালিক সুসানে এবং বেনি আনগুয়ানো দম্পতি। তারা ক্যালিফোর্নিয়ার সেলিনাসের বাসিন্দা।

সুসানে জানান, বেড়াতে গিয়ে দুই মাস আগে বিড়ালটি হারিয়ে গিয়েছিল। ৯০০ মাইলের বেশি দূরে হারানোর পর একটি প্রাণী কল্যাণ সংস্থার সহায়তায় প্রিয় বিড়ালটি ফিরে এসেছে।