English Version
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৫৩

একটি বইয়ের দাম ৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
একটি বইয়ের দাম ৯ কোটি টাকা

ব্রিটিশ লেখক মেরি শেলির লেখা বই ‘ফ্র্যাঙ্কেনস্টাইন: অর, দ্য মডার্ন প্রমিথিউস’। ১৮১৮ সালে ছাপা হওয়া বইটি মাত্র ২১ বছর বয়সে লেখেন তিনি। যেটি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৯ কোটি ৯ লাখ ১৩ হাজার টাকায়। মূলত জনপ্রিয় এ বইটির প্রথম প্রকাশিত কপিগুলোর মধ্যে ৩টি কপি আজও রয়ে গেছে। একটিমাত্র কপি আবার ব্যক্তিগত সংগ্রহে ছিল স্ট্রুটজ নামের এক ব্যক্তির। বাকি দুটি কপি আছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। তাই পৃথিবীতে একটিমাত্র কপি হওয়ার কারণেই এই বইটির দাম পৌঁছেছে ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ ডলারে।

আইএ