English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০ ১৯:০১

সুন্দরবনে নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার

অনলাইন ডেস্ক
সুন্দরবনে নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার

করোনা পরিস্থিতিতে সব বন্ধ থাকার পর সম্প্রতি ধীরে ধীরে খুলে দেয়া হচ্ছে পর্যটন স্পটগুলো। লকডাউনের ফলে মানুষের আনাগোনা বন্ধ থাকায় বন্য প্রাণীরা ফিরে পেয়েছিল ‘অরণ্যের অধিকার’। তাই আবার যখন বনে-জঙ্গলে মানুষের পদচারণা শুরু হচ্ছে, তখন এমন অনেক দৃশ্যের সম্মুখীন হচ্ছে পর্যটকেরা, যা দেখতে পাওয়া অনেকটাই বিরল ঘটনা।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে ঘুরতে যাওয়া একদল পর্যটক সম্প্রতি এমন অভিজ্ঞতার কথাই জানালেন। ঘটনাটি সুন্দরবনের ভারতীয় অংশে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, সম্প্রতি করোনার কারণে বেশ কড়া স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবনে যান একদল ভ্রমণপিপাসু। শনি ও রবিবার পর পর দুই দিন রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়ায় তাদের এই প্রচেষ্টা সফল হয়।

রবিবার সুন্দরবনের জঙ্গলে ভ্রমণ করতে আসা একদল পর্যটক যখন সজনেখালি জঙ্গল থেকে বেরিয়ে সুধন্যখালি জঙ্গলের দিকে যাচ্ছিলেন, তখনই বাঘের দর্শন পান। একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা যায়, নিজস্ব গতিতে জঙ্গলের পাশে নদীর পাড় ধরে হাঁটতে। নদীর পাশে লাগানো নেট ফিনিশিংয়ের ধার ধরে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে চলে বাঘটি।

বাঘ দর্শনের খবর পেয়ে অন্যান্য পর্যটকরাও সুধন্যখালি জঙ্গলের কাছে চলে আসেন। বেশ কিছু বোট এবং লঞ্চ ভিড় করে সেখানে।

জঙ্গলের মধ্যে নদীর পাড় ধরে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া বাঘ দেখা যথেষ্ট সৌভাগ্যের বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ী কৃষ্ণকুমার মণ্ডল। তিনি বলেন, বহুদিন ধরে সুন্দরবনের জঙ্গলে পর্যটকদের নিয়ে ভ্রমণ করে আসছি। কিন্তু তাদের এত কাছ থেকে এবং এতক্ষণ ধরে কখনো বাঘ দেখাতে পারিনি।