English Version
আপডেট : ২০ আগস্ট, ২০২০ ২০:৩৪

একটি মাস্কের দাম ১৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক
একটি মাস্কের দাম ১৩ কোটি টাকা

একটি মাস্কের দাম ১৩ কোটি টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ ও ৩৬০০টি হীরা নিয়ে তৈরি হচ্ছে এই মাস্ক। ইসরাইলি গহনা তৈরিকারক প্রতিষ্ঠান ইভেল কে এই মাস্ক তৈরির অর্ডার দিয়েছেন এক চীনা ব্যবসায়ী। মাস্কটি তৈরির জন্য প্রয়োজনীয় গহনা ইতিমধ্যে ডিজাইনারকে দেওয়া হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ১.৫ মিলিয়ন ডলার বা পোনে ১৩ কোটি টাকা। তাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে দামি মাস্ক হতে যাচ্ছে।     ইভেল কোম্পানীর কর্মী শ্যারন ক্যারো জানান, মাস্কটির ক্রেতা তার তিনটি বিশেষ ইচ্ছের কথা জানিয়েছেন। তাঁর মাস্কটি হতে হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং আকর্ষণীয় মাস্ক। ৩১ ডিসেম্বরের আগেই মাস্কটি তৈরি হতে হবে।

মাস্কের ভেতর টাইপ এন ৯৯ এর ফিল্টার থাকতে হবে যা পরিবর্তন করা যাবে এবং করোনার ভাইরাস থেকে সুরক্ষা করতে পারে।