English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৯ ১৫:৪০
সূত্র:

বিরিয়ানির দাম না দেওয়ায় ক্রেতার জামা-প্যান্ট খুলল দোকানদার

বিরিয়ানির দাম না দেওয়ায় ক্রেতার জামা-প্যান্ট খুলল দোকানদার

বিরিয়ানি খেয়ে দাম মেটাতে না পারায় জামা-প্যান্ট খুলে নেওয়া হল যুবকের। ঘটনাটি ঘটেছে ভারতের হুগলীর পাণ্ডুয়াতে পাণ্ডুয়া- কালনা রোডের উপর অবস্থিত একটি দোকানে।   চোখের সামনে এমন অপমানজনক দৃশ্য দেখে স্থানীয় ব্যবসায়ীরা ওই যুবকের পাশে দাঁড়ান। তারাই চাঁদা তুলে টাকা মেটান। টাকা মেটানোর পর যুবক তার জামা-প্যান্ট ফেরত পান।

পাণ্ডুয়া- কালনা রোডের মুখেই মোহাম্মদ মোস্তাফার বিরিয়ানির দোকান। শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মোস্তাফাফার দোকানে আসে এক অজ্ঞাত পরিচয় যুবক। একপ্লেট, দুইপ্লেট, তিনপ্লেট বিরিয়ানি খেয়ে ফেলে যুবক। তিনপ্লেট বিরিয়ানির বিল হয় ২১০ টাকা। বিল দেওয়ার পরই যুবক পকেট হাতড়ে জানায় তার কাছে টাকা নেই।

পাল্টা দোকানদারও জানিয়ে দেয়, টাকা না দিলে ছাড়া হবে না। এরপর ওই যুবকের জামা-প্যান্ট খুলে নেওয়া হয়। ঘটনা দেখে যুবকের পাশে দাঁড়ান স্থানীয় ব্যবসায়ীরা। বিরিয়ানির বিল তারাই মিটিয়ে দেন। বিরিয়ানির বিল মেটানোর পর জামা প্যান্ট ফেরত দেওয়া হয় খদ্দেরকে। গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে এলাকায়।