English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৪
সূত্র:

১২১ বছর আগের ক্যালেন্ডারের হুবহু ২০১৯!

১২১ বছর আগের ক্যালেন্ডারের হুবহু ২০১৯!

ইতিহাসের পুনরাবৃত্তি বুঝি এই ভাবেই হয়ে থাকে। ১২১ বছর পুরনো ক্যালেন্ডারও হুবহু মিলে গেল চলতি বছর অর্থাৎ ২০১৯ সালের ক্যালেন্ডারের সঙ্গে। সোশ্যাল মিডিয়াগুলোতে এই নিয়েই এখন শুরু হয়েছে আলোচনা। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ১৮৯৫ সালের সেই ক্যালেন্ডারও।

কিন্তু অবাক করার মত ব্যাপার হলো ২০১৯ সালের ক্যালেন্ডার একেবারেই ১৮৯৫ সালের দিনক্ষণ মেনে চলছে, আর তা দেখা যাচ্ছে ক্যালেন্ডারগুলোর ছবির পোস্টেই।

জানা গেছে যে, এটাই প্রথম বারের জন্য নয়। গত ১২৩ বছরে ১৩ বার বিভিন্ন বছরের ক্যালেন্ডারের সাথে হুবহু মিলেছে বা সমান হয়েছে অন্য বছরের ক্যালেন্ডার।