English Version
আপডেট : ৩ নভেম্বর, ২০১৮ ২৩:৪০

মাথা হাতে নিয়ে এভাবে সত্যিই হাঁটা যায়?

অনলাইন ডেস্ক
মাথা হাতে নিয়ে এভাবে সত্যিই হাঁটা যায়?

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশু তার নিজের মাথাটি হাতে নিয়ে হাঁটছে।

ভিডিওটি দেখে অনেকে ভাবতেই পারেন- সত্যিই ঘটনাটা কি? এভাবে কি সত্যিই হাঁটা যায়? নাকি সত্যি কোনো ভূতের ঘটনা এটি?

আসলে তা না। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গত বুধবার হ্যালোউইন উৎসবে মেতেছিল। এই দিনে নানারকম ভূতুড়ে সাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি-ভিডিও আপলোড করাটাই ট্রেন্ড।

তবে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই বিস্মিত। ভয়ে অনেকের গায়ে কাঁটাও দিচ্ছে। এতে দেখা যাচ্ছে, নিজের কাটা মাথা হাতে নিয়ে ঘুরছে একটি দুই বছরের শিশু! বিশ্বাস না হওয়ার মতোই ঘটনা।

ফিলিপিন্সের প্যারানাক শহরের বাসিন্দা ক্রিস্টেল হোয়াংয়ের ছোট মেয়ে মায়াকে এই ভয়ংকর রূপে ঘুরে বেড়াতে দেখা যায়। মেয়েকে এভাবে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি।

ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশংসা করে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া হ্যালোউইনের সাজগুলোর মধ্যে এটি সেরা। তবে অনেকের প্রশ্ন, কীভাবে ছোট মায়ার হাতে তার মাথা ধরিয়ে দিলেন মা?

সবার প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ক্রিস্টেলও। তিনি বলেন, অনেকদিন ধরেই ভাবছিলাম হ্যালোউইনে মেয়েদের কীভাবে সাজানো যায়। শেষমেশ মাথায় আসে এমন কিছু করতে হবে, যাতে মানুষ তাজ্জব বনে যায়। আমি যে আমার কাজে সফল, তা আর বলার অপেক্ষা রাখে না।