English Version
আপডেট : ৩ জুলাই, ২০১৮ ১০:৪১

ভাড়ায় পাওয়া যায় বউ!

অনলাইন ডেস্ক
ভাড়ায় পাওয়া যায় বউ!

সারা পৃথিবীতে বেশির ভাগ মানুষই বিয়ে করে ঘর সংসার করেন। তবে বিয়ে না করে বউ ভাড়া করে দাম্পত্য জীবন কাটান পুরুষরা, এটা খুব একটা শোনা যায় না। তবে এমনটিই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলার একটি এলাকায়। ওই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে এমন নিয়ম।

বিয়ে করতে বেশ ঝামেলা মনে করেন তারা। তাই এমনটি করে আসছেন দীর্ঘদিন ধরে। বউ ভাড়া নেয়ার বিষয়টি আইনগতভাবে বৈধ করতে স্ট্যাম্প পেপারে চুক্তিও করে নেয় তারা।

কোনো নারীকে ভাড়া করে স্ত্রী হিসেবে নিজের কাছে রাখা নারী কেনাবেচার সমতুল্য কিন্তু ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলার গোয়ালিয়র ডিভিশনে এ নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। কারণ এই রেওয়াজ দীর্ঘদিনের। এলাকায় এ প্রথাকে ‘ধাদিচা’ প্রথা হিসেবে আখ্যায়িত করা হয়।