English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৮ ১৭:৪০

চা বিক্রি করেই মাসে ১২ লাখ টাকা আয়!

অনলাইন ডেস্ক
চা বিক্রি করেই মাসে ১২ লাখ টাকা আয়!

চা বিক্রি করে লাখপতি হলেন ভারতের পুণের এক চা বিক্রেতা। শুধু চা বিক্রি করেই তার মাসিক উপার্জন প্রায় ১২ লাখ টাকা।

পুণের ব্যবসায়ীনভনথ ইয়েলে দেখিয়েছেন চা বিক্রি করেই লাখপতি হওয়া যায়। ব্যক্তিগত উদ্যোগে তৈরি করেছেন ‘ইয়েলে টি হাউস’। যেদিন প্রথম কাজ শুরু করেছিলেন, সেদিন ভাবেননি সংস্থা এত বড় হবে। কিন্তু নভনথ জানতেন, কাজ যেমনই হোক না কেন, যদি তা সঠিকভাবে করা যায়, তবে ফল ফলবেই। এখন শুধু চা বিক্রি করেই তার উপার্জন মাসে প্রায় ১২ লাখ টাকা।

তবে শুধু নিজের উপার্জনের কথা ভেবেই ক্ষান্ত হননি তিনি, পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থানেরও সুযোগও করে দিয়েছেন। আপাতত পুণেতেই তিনটি সেন্টার আছে তার। একনামে সকলেই চেনেন তাঁর সংস্থাকে। এবার সেটিকে আন্তর্জাতিক মানের করে তোলার প্রয়াস তার।