English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭ ১৫:২৯

ভারতের যে জায়গা মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না!

অনলাইন ডেস্ক
ভারতের যে জায়গা মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না!

পৃথিবীতে এমন কিছু জায়গা যেখানে গ্রাভিটি বা মাধ্যাকর্ষণ কাজ করে না। স্যার আইজাক নিউটন এটির আবিষ্কার করেন যখন তিনি একটি আপেল গাছের নিচে বসেছিলেন। তখন হঠাৎ তার মাথায় একটি আপেল পড়ে ব্যস সেখান থেকেই তার এই আবিষ্কার।

মধ্যাকর্ষণ শক্তি বা এমন একটি শক্তি যে কারণে পৃথিবী সমস্ত বস্তুকে ধরে রাখে, মাধ্যাকর্ষণ না থাকলে পৃথিবীতে বায়ুমণ্ডল ও থাকতো না। আমরা জানি, যে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর সব জায়গায় সমানভাবে কাজ করে। কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে এই মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কম দেখা যায়। আমাদের পাশ্ববর্তী দেশ ভারত সেখানেও একটি জায়গা রয়েছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। সাধারণত মরুভূমি এলাকায় অনেক অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। ঠিক তেমনি ভাবে পাহাড়েও লুকিয়ে রয়েছে অনেক রহস্য। পৃথিবীতে কী এমন কোনো স্থান রয়েছে, যেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না? হ্যাঁ, এমন জায়গাও রয়েছে। যেখানে পাহাড়ি রাস্তায় গাড়ির স্টিয়ারিং-এ হাত না দিলেও গাড়ি আপনা-আপনি চলতে থাকে উপরের দিকে। এমন কি পানি ঢাললেও সেটি নিচের দিকে গড়িয়ে পরে না। কি আশ্চর্যজনক তাই না। ভারতের গুজরাত রাজ্যের তুলসীশ্যাম (ম্যাগনেটিক হিল) নামে একটি জায়গায় এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। যেখানে কোনো গাড়ি কে যদি নিউট্রাল এ রেখে দেয়া হয়, তাহলে সেটি ঘণ্টায় ২০ কিমি গতিবেগে গড়িয়ে যেতে থাকবে উপরের দিকে। পর্যটকেরা এই অদ্ভুত দৃশ্য টার সত্যতা যাচাই করার জন্য সেখানে গিয়ে পরীক্ষা করেন। রাস্তায় পানি ঢেলেও পরীক্ষা করে দেখেন। গুজরাতের আমরেলি ও জুনাগড় জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত তুলসীশ্যাম নাম এই জায়গাটিকে ঘিরে পর্যটকদের আকর্ষণ দিন দিন বাড়ছে।