English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩৪

কুরিয়ারে মৃত বাবার চিঠি পেলো মেয়ে!

অনলাইন ডেস্ক
কুরিয়ারে মৃত বাবার চিঠি পেলো মেয়ে!

হেডলাইন দেখে অনেকেই হয়তো অবাক হচ্ছেন! আবার অনেকেই ভাবছেন, এতে এত অবাক হওয়ার কী আছে! বাবা কি তাঁর মেয়েকে জন্মদিনে উপহার পাঠাতে পারেন না! পারেন বৈকি। তবে বাবার মৃত্যুর পর বাবার হাতে লেখা চিঠি হাতে পেলে অবাক হওয়াটাই তো স্বাভাবিক! নিজে দাঁড়িয়ে থেকে ক্যানসার আক্রান্ত বাবার শেষকৃত্য করেছে মেয়েটি। তা হলে মৃত্যুর এক বছর পর তাঁর নিজের হাতে লেখা শুভেচ্ছা চিঠি এল কীভাবে!

জন্মদিনে কুরিয়ারে আসা একটি উপহারের খাম খুলতেই চমকে উঠেছিল বছর সতেরোর মেয়েটি। কারণ, খামের ভেতর থেকে বেরিয়ে এসেছিল বাবার হাতের লেখায় একটি ছোট্ট চিঠি। জন্মদিনের শুভেচ্ছা! সঙ্গে এক তোড়া ফুল। ঘটনাটি আমেরিকার টেনেসির। জন্মদিনে বাবার থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে সে দিন চমকে গিয়েছিল বেইলি সেলার্স। পরে খোঁজ নিয়ে সে জানতে পারে, তাঁর ক্যানসার আক্রান্ত বাবা মাইকেল মৃত্যুর আগেই একটি সংস্থাকে পাঁচ বছরের জন্য আগাম টাকা দিয়ে গিয়েছিলেন মেয়ের জন্মদিনের উপহারের জন্য। যাতে তাঁর অবর্তমানেও অন্তত জন্মদিনে মেয়ে তাঁকে কাছে পায়। এখন তিনি ২১ বছরের যুবতী। বাবার সঙ্গে সমুদ্রের ধারে নিজের ছোটবেলার একটি ছবির সঙ্গে বাবার হাতে লেখা শেষ চিঠিটি টুইট করেন তিনি। বেইলির এই টুইটটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র পাঁচ দিনেই সেই টুইটে ১৪ লক্ষেরও বেশি লাইক জমা হয়েছে। সংখ্যাটা এখনও বেড়েই চলেছে। জানেন বেইলিকে লেখা তাঁর বাবার শেষ চিঠিতে কি লেখা রয়েছে? “যত দিন না আমাদের আবার দেখা হচ্ছে, এটাই আমার শেষ প্রেমপত্র। আমি চাই না আমার জন্য তুমি আর দুঃখ পাও। আমি সব সময় তোমার সঙ্গে আছি। ভাল থেকো। ভালবাসা নিও।—বাবা।’’