English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭ ১৭:০০

বিয়ে বাড়ি যখন ধ্বংসস্তূপ!

অনলাইন ডেস্ক
বিয়ে বাড়ি যখন ধ্বংসস্তূপ!

বিয়ে মানেই আনন্দের সমারহ। আর এই আনন্দের দিনে প্রতিটা মিনিট যেন উপভোগ। প্রতিটা ঘটনা যেন মনের মণিকোঠার অমূল্য সম্পদ। কিন্তু আনন্দ যে কখন বিষাদের রূপ নেয়, তা কি কেউ আর আগে থেকে বলতে পারে। এমনই কিছু বিয়ে সম্পর্কে আলোচনা করা হল যা এতটাই দুঃখজনক যে বলে বোঝানোর মতো নয়। তবু কলমের ভাষায় প্রকাশের চেষ্টা করলাম মাত্র-

১। নববধূ প্রাণ হারালেন হেলিকপ্টার ক্রাশেঃ ২০১৬ সালের ডিসেম্বরে, ব্রাজিলের একটি নববধূ তার বিবাহের জন্য তার বর হেলকপ্টার নিয়ে আসে। সবাইকে চমকে দিয়ে হেলিকপ্টারে করে বিয়ের আসরে ঢুকবেন, এমনটাই প্লেন ছিল এই ব্রাজিলিয়ান পাত্রীটির। কিন্তু ঘটল একেবারে উল্টো ঘটনা। এমনটা করতে গিয়ে কিছু কারণবশত হেলিকপ্টারটাই ভেঙে পড়েছিল বিয়ের আসরে। বিয়ের ড্রেসে থাকা সেই নববধূ এবং তার সঙ্গে থাকা আরও তিন জনের মৃত্যু হয়েছিল প্রায় সঙ্গেই সঙ্গেই। ২। নববধূর মা হঠাৎ মারা যানঃ  বিয়ে চলাকালীন একটা ইউক্যালিপ্টাস গাছের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন কয়েক জন। হঠাৎ-ই গাছটি ভেঙে পড়ে মৃত্যু হয় একজনের, আহত হন মোট ৫ জন। পরে জানা যায় যে মহিলা মারা গেছেন তিনি নববধূর মা ছিলেন। ৩। আমন্ত্রিত ২০ জনের মৃত্যুঃ  বিয়ে চলাকালীন হাঠাৎ-ই বাড়ির তিন তলা ভঙে পড়ে। মৃত্যু হয় ২০ জনের মত। আহত হন প্রায় ১০০ জন। শুনলে অবাক হয়ে যাবেন, যে সময় বিয়ে বাড়িটি ভেঙে পড়েছিল, সেই সময় বিয়ের আসরে উপস্থিত ছিলেন প্রায় ৭০০ জন আমন্ত্রিত অথিতি। ৪। হঠাৎই পাত্রীর বাবার মারা যায়ঃ  বিয়েতে মেয়ের সঙ্গে নাচছিলেন তারা বাবাও। খুব খুশি ছিলেন তিনি। আজ তার মেয়ে নতুন জীবন শুরু করতে চলেছে যে। হঠাৎ ছন্দপতন ঘটল। মেয়ের সঙ্গে নাচ শেষ করে সবে এসে বসেছিলেন, হঠাৎই হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাত্রীর বাবা। এমন দুঃখজনক ঘটনা আগে শুনেছেন কখনও। ৫। বিয়েতে আমন্ত্রিত ৫১ জনের মৃত্যুঃ  দারুন ধুমধাম করে বিয়েটা হচ্ছিল। সবাই নাচছিলেন, গাইছিলেন। অভিনন্দন জানাচ্ছিলেন নব দম্পতিকে। হঠাৎ এক বোমা কোথা থেকে এসে বিস্ফরণ ঘটল। এক নিমেষে সব শেষ। প্রায় ৫১ জনের মৃত্যু হয়েছিল সেদিন। শুনলে আঁতকে উঠবেন, মৃতদের কবর দিতে লেগে গিয়েছিল বেশ কয়েকটা দিন। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল তুরস্কে ২০১৬ সালে।