English Version
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৭ ১৭:২৫

প্রকাশ্য স্টেশনে ঘনিষ্ঠ, অতঃপর...!

অনলাইন ডেস্ক
প্রকাশ্য স্টেশনে ঘনিষ্ঠ, অতঃপর...!

প্রেমে মত্ত প্রেমিকযুগল। কোনও বাধাই মানছে না তাদের সেই প্রেম। তাই সব রকম বাধা পেরিয়ে মত্ত হলেন তারা ঘনিষ্ঠতায়। প্রকাশ্যেই স্টেশনের প্ল্যাটফর্মেই যৌনতায় মত্ত হলেন তারা। ঘটনাটি ঘটেছে অট্রেলিয়ার মেলবোর্নের ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশনে।

ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশন। অস্ট্রেলিয়ার অন্যতম একটি ব্যস্ত রেলস্টেশন। শনিবার রাত তখন ১১টা। কেউ অফিসে কাজ সেরে কিংবা কেউ বন্ধুর বাড়ি থেকে পার্টি করে ফিরছিলেন। লোকজনের ভিড়, সিসিটিভি ক্যামেরা সব পেরিয়েই যৌনতায় আবদ্ধ হয়েছিলেন সেই প্রেমিক-প্রেমিকা।  

আশেপাশের কারও কোনও মন্তব্যই কানে নেননি।

নিজেদের মতনই তারা পারিপার্শ্বিক দুনিয়া কার্যত ভুলে গিয়ে তারা একে অপরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হলেন। আর তারপরই একের পর এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন তারা যা দেখে একেবারে হতবাক হয়ে গেলেন সকলে।

কিন্তু আইনের হাত থেকে মুক্তি মেলেনি সেই যুগলের। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্ল্যাটফর্মে আচমকাই দু’জনে জামাকাপড় খুলে ফেললেন। প্রসঙ্গত, তারা শুধু নগ্ন হয়ে যৌনতায় আবদ্ধই হননি। মেলবোর্নের টাউন হল থেকে তারা দুটি প্ল্যান্টও চুরি করে নিয়েছেন।

ঢাকাপোস্ট/০৩ডিসেম্বর/আরইউ