English Version
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৪৮

প্রেমিকা ভেবে যমজ বোনকে ধর্ষণ!

অনলাইন ডেস্ক
প্রেমিকা ভেবে যমজ বোনকে ধর্ষণ!

প্রেমিকার যমজ বোনকে ধর্ষণের দায়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের এক তরুণকে চার বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

মেলবোর্নের ভিক্টোরিয়ান কাউন্টি আদালত এ রায় দেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম হেরাল্ড সান।

তবে ধর্ষণের কথা অস্বীকার করে ২৪ বছরের ওই তরুণ জানান, প্রেমিকা ভেবেই তার যমজ বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তিনি।

প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ধর্ষণের শিকার ওই নারী তার যমজ বোনের সঙ্গে বসবাস করে আসছিলেন। তিনি অভিযোগ করে বলেন, ঘটনার দিন তিনি আলাদা একটি ঘরে ঘুমাচ্ছিলেন। সে সময় তার যমজ বোনের প্রেমিক কথা বলতে তার ঘরের মধ্যে ঢোকেন এবং পরে ধর্ষণ করেন। এছাড়া বোনের প্রেমিক বিভিন্ন সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছেন বলেও জানান তিনি।

তবে ওই নারীর দাবি নাকচ করে আদালতে তরুণ বলেন, প্রেমিকার যমজ বোনই তাকে যৌন হেনস্তা করেছেন। পরে আবার বক্তব্য পরিবর্তন করে বলেন, যমজ হওয়ায় প্রেমিকা ও তার বোনের চেহারার পার্থক্য করতে পারেননি তিনি। তাই ভুলবশত ওই শারীরিক সম্পর্ক হয়েছে।

রায়ে আদালত জানান, এটা বিস্ময়কর যে প্রায় এক ঘণ্টা ধরে প্রেমিকার বোনের সঙ্গে কথা বলার পর ওই তরুণ তাকে চিনতে পারেননি।