English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৭ ০৮:৪১

মাথাবিহীন দুই পায়ের ছাগলের জন্ম

অনলাইন ডেস্ক
মাথাবিহীন দুই পায়ের ছাগলের জন্ম

লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় মাথাবিহীন দুই পায়ের একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার নাওদাবাস ইউনিয়নের কেকতীবাড়ি বাজার এলাকার মাছ ব্যবসায়ী জাহেদুল ইসলামের বাড়িতে ছাগলের বাচ্চাটির জন্ম হয়।

জাহেদুল ইসলাম বলেন, সকালে আমাদের একটি ছাগল বাচ্চা প্রসব করে। বাচ্চাটির মাথা, নাক ও মুখ নেই। মাথার কাছে একটি ছিদ্র রয়েছে। যা দিয়ে সদ্য প্রসব হওয়া ছাগলের বাচ্চাটি শ্বাস প্রশ্বাস নেয়।

হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বাবুল হোসেন জানান, হরমোন ও জিংকগত সমস্যার কারণে এ ধরণের বাচ্চার জন্ম হতে পারে।