English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৭ ১২:৪৯

একটি গরুকে নিয়ে যা করলেন মুসলিম যুবকরা , তাতে চমকে যাবেন আপনি

অনলাইন ডেস্ক
একটি গরুকে নিয়ে যা করলেন মুসলিম যুবকরা ,  তাতে চমকে যাবেন আপনি

পঞ্জাবের মালেরকোটলা এলাকা মুসলিম মহল্লা হিসেবেই পরিচিত। ১৯৬২ থেকে এখানে মুসলিম প্রার্থী ব্যতীত কেউ জয়ী হয়নি। এই এলাকারই ব্যবসায়ী শামসুদ্দিন চৌধুরী নিজের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎই তিনি রাস্তার ধারে একটি গরুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গাড়ি থামিয়ে গরুটির কাছে গিয়ে দেখেন, গলগল করে রক্ত বেরোচ্ছে তার দেহ থেকে। তিনি অনুমান করেন, হয়ত চলন্ত কোনও গাড়িতে ধাক্কা লেগেই এই অবস্থা। সময় নষ্ট না করে শামসুদ্দিন তাঁর বন্ধু মুবিনকে ফোন করেন। মুবিন কাছেই ছিলেন। তিনি আসার পরই পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেন শামসুদ্দিন। পুলিশকে ফোন করে কাজ না হওয়ায় , তাঁরা স্থানীয় মহকুমা শাসককে ফোন করেন। পাঁচ মিনিটের মধ্যে তিনি লোক পাঠান। সবাই মিলে গরুটিকে উদ্ধার করে কাছের গোশালাতে নিয়ে যান। সেখানে ডাক্তারদের চিকিৎসায় প্রাণে রক্ষা পায় গরুটি। 

মুবিনের কথা অনুযায়ী, গরুটিকে উদ্ধার করে ডাক্তারদের কাছে পৌঁছতে প্রায় দু’ঘণ্টা সময় লেগে যায়। গরুটির বিপদ কেটে গেছে, তা নিশ্চিত করেই দুই বন্ধু বাড়ি ফেরেন। ততক্ষণে মাঝরাত পেরিয়ে গেছে।  এর আগে আমদাবাদেও এক মুসলিম যুবক একটি গরুকে ছয় ফুট গভীর গর্ত থেকে উদ্ধার করে সংবাদ শিরোনামে এসেছিল।