English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৫

ইঁদুরদের জন্য তৈরি বিশ্বে প্রথম রেস্তরাঁ!

অনলাইন ডেস্ক
ইঁদুরদের জন্য তৈরি বিশ্বে প্রথম রেস্তরাঁ!

সুইডেনের শিল্পীদের একটি দল রাস্তার ইঁদুরদের জন্য কিছু করার পরিকল্পনা করে।ব্যস। যেমন ভাবা তেমন কাজ। সুইডেনের মালমো-র ফুটপাথের ধারে তৈরি হয়ে গেল পুঁচকে ইঁদুরদের জন্য দু’টি পুঁচকে রেস্তরাঁ। দেখতে অবিকল যে কোনও রোডসাইড খাবারের দোকানের মতো। রয়েছে খাবারের কাউন্টার।

আলোও লাগানো রয়েছে মানানসই। সব মিলিয়ে ৭০ সেন্টিমিটার চওড়া ও ৩০ সেন্টিমিটার লম্বা দোকান দু’টি। ইঁদুরদের পছন্দর খাবারে ভরা রয়েছে খাবারের ট্রেগুলো। একটি দোকানে পাওয়া যায় নানা রকমর বাদাম, অন্যটিতে চিজ। শুধু তাই নয়, দোকান দু’টির ইন্টেরিয়রও দেখার মতো। রয়েছে ফুলের টব, বসার টেবল চেয়ার, দেওয়ালের গায়ে হেলানো সাইকেল, ডাস্টবিনও। তবে সবটাই ইঁদুরদের মাপের।

এখানেই শেষ নয়। সাধারণ রেস্তরাঁর মতো এই রেস্তরাঁর দেওয়ালেও সাঁটা রয়েছ নানান পোস্টার। সেখানে ইঁদুরদের কনসার্টের তথ্য দেওয়া রয়েছে।পছন্দের নানা রকম খাবার পেয়ে ইঁদুররাও প্রায়ই ভিড় জমায় এই রেস্তরাঁয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সুইডেনের এই সংস্থা জানিয়েছে, একটু অন্যরকম চিন্তাভাবনা থেকেই ইঁদুরদের রেস্তরাঁ করার কথা ভেবেছিল তাঁরা। দৈনন্দিন জীবনে মানুষকেও কিছুটা আনন্দ দেয় তাঁদের এই সৃষ্টি।