English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১২:০৬

জাঙ্গল বুক-এর মোগলিকে এবার মিলল বাস্তবে

অনলাইন ডেস্ক
জাঙ্গল বুক-এর মোগলিকে এবার মিলল বাস্তবে

এটা পড়ার সময় প্রথমেই যার ছবি চোখের সামনে ভেসে উঠবে, সে জাঙ্গল বুক-এর দুরন্ত কিশোর মোগলি। হ্যাঁ, জঙ্গলকে আপন করা নেওয়া এক কিশোর।

এটা কোনও গল্প নয়। তবুও পড়ার সময় গল্পের মতো লাগতেই পারে। মনে হতেই পারে কল্পনার মেলবন্ধনে সৃষ্টি করা এক চরিত্রের কথা পড়ছেন। পড়ার সময় প্রথমেই যার ছবি চোখের সামনে ভেসে উঠবে, সে জাঙ্গল বুক-এর দুরন্ত কিশোর মোগলি। হ্যাঁ, জঙ্গলকে আপন করা নেওয়া এক কিশোর। সম্প্রতি সন্ধান পাওয়া গিয়েছে এমন একজনের, যার শৈশবটা কেটেছিল মোগলির মতোই গহন অরণ্যে। অরণ্য়ের পশুরাই ছিল তাঁর সঙ্গী। ফরাসি অভিযাত্রী টিপ্পি দেগ্রের শৈশব কেটেছে জঙ্গলেই। পেশায় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার সিলভি রবার্ট এবং অ্যালেইন দেগ্রের সন্তান টিপ্পির জন্ম হয় ১৯৯০ সালে নামিবিয়ার উইন্ডহোয়েকে। পেশার কারণে মেয়েকে সঙ্গে নিয়েই বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াত টিপ্পির পরিবার। জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা এবং বটসওয়ানার বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে বেড়াতেন তাঁরা। তাই ছোট থেকেই অ্যাডভেঞ্চারের নেশা জাঁকিয়ে বসেছিল ছোট্ট টিপ্পিকেও।

বনের পশুরা ছিল তারই আপনজন। খেলাধূলাতেও তারাই টিপ্পির পরম বন্ধু। মিরক্যাট, উটপাখি, জেব্রা শাবক এবং চিতারা ছিল তাঁর খেলার সঙ্গী। খেলাচ্ছলে বিশাল সাইজের কোলাব্যাঙদের কোলে তুলে নিতেও ভয় পেত না টিপ্পি। উটপাখির পিঠে সওয়ার হয়েছে, কখনও আবার হাতির শুঁড় জড়িয়ে ধরে জঙ্গল সাফারিও করেছে টিপ্পি।