English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৬ ১২:৫৮

চুল কাটতে কাচি বদলে চাপাতি ও হাতুড়ি! (ভিডিও)

অনলাইন ডেস্ক
চুল কাটতে কাচি বদলে চাপাতি ও হাতুড়ি! (ভিডিও)

সাধারণত চুল কাটতে বেশির ভাগ নাপিত এক জোড়া কাচি ব্যবহার করে সেলুনে গেলে নানা স্টাইলে চুল কেটে দেয়। কিন্তু 

ভারতের কর্ণাটক রাজ্যের গুলবারগা শাহাবাদ গ্রামের দশরথ নামের এই নাপিত গত ৫-৬ বছর ধরে মোমবাতির আগুন দিয়ে চুল কেটে চারদিকে দারুণ সাড়া ফেলেছেন।

দশরথের এ অভিনব উপায়ে চুল কাটার আলোচনা থামতে না থামতেই এবার জানা গেল, আরও অদ্ভূত একজন নাপিতের কথা! যিনি গ্রাহকের চুলের ফিনিশিং দেন চাপাতি ও হাতুড়ি ব্যবহার করে! ভয়ানক এই পদ্ধতিতে চুল কাটার ভিডিওটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টোনের এক টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন। কিন্তু অনেকে বলছেন ভিডিওটি মরক্কো থেকে তোলা হয়েছে।