English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ২২:৩৪

পাবলিক টয়লেট ব্যবহার করে ৫ টাকার চেক!

অনলাইন ডেস্ক
পাবলিক টয়লেট ব্যবহার করে ৫ টাকার চেক!

 

ঢাকা: সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে পথচারী মানুষের জন্য গড়ে উঠেছে পাবলিক টয়লেট।তবে এসব এসব টয়লেট ব্যবহার করে ২টা থেকে  ৫ টাকা পর্যন্ত রক্ষণা বেক্ষণের জন্য নিয়ে থাকেন এর পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীরা।তবে পৃথিবী পাবলিক টয়লেট ব্যবহার করে চেক দেয়ার ঘটনা বিরল। তাও আবার পরিমাণ ৫ টাকা। এমন কাজ করেছে ভারতে 'ক্যাশ লেস' 'মাদুরাই ম্যান' নামক জনৈক ব্যাক্তি। 

৮ নভেম্বর থেকেই ভারতে 'নোট বাতিল' ইস্যুতে ক্যাশ লেস মোডে আছেন দেশটির আম জনতা। পকেটে টাকা আছে, অথচ লেনদেন হবে না। ব্যাংকে গচ্ছিত নিজের টাকাই পাচ্ছেন না আমানতকারী। ২০০০ টাকার নতুন নোট হাতে পেয়েছে আম আদমি, তবে আকাল পড়েছে খুচরার। তাই টাকা হাতে পেয়েও বিপদেই জনতা। সবাই না চাইলেও ক্যাশ লেস সমাজের পথেই হাঁটছে ভারত। হাজারো প্রশ্ন, হাজারো আশঙ্কা থাকলেও ই-ওয়ালেটকে সঙ্গী করেছেন অনেকেই। এবার সামনে আসল চেকের লেনদেন। ৫ টাকার চেক দিয়ে পাবলিক টয়লেট ব্যবহার করার নজির বোধহয় এটাই প্রথম।