English Version
আপডেট : ৯ অক্টোবর, ২০১৬ ১২:০৮

২০ বছর ধরে গড়ে উঠা চুইংগাম দেওয়াল

অনলাইন ডেস্ক
২০ বছর ধরে গড়ে উঠা চুইংগাম দেওয়াল

ইটের দেওয়ালের ওপর চুইংগাম লাগাতে লাগাতে দেয়ালটির নামই হয়ে ওঠে ‘চুইংগাম দেয়াল’। প্রথমে দেওয়ালে শুধুমাত্রই চুইংগাম লাগানো হতো, পড়ে চুইংগামের সঙ্গে নিজেদের সুখ-দুঃখও আটকে দেওয়া হতো ওই দেওয়ালে। এভাবে আমেরিকার একটি শহরে ২০ বছর ধরে গড়ে উঠেছিল এই দেওয়াল।   চুইংগামের দেওয়াল হলো ইউএস সিটির একটি জনপ্রিয় দেওয়াল। যেটি ইউএসের পাইক মার্কেটের কাছে অবস্থিত। যেখানে ২০ বছর ধরে মানুষ নিজেদের চিবানো চুইংগাম লাগিয়ে চলেছে। চুইংগামের সঙ্গে নিজেদের কোনও ভালো ফটো বা বিসনেস কার্ড অথবা অন্য কোনও মুহূর্তের ছবি আটকে যেতেন ট্যুরিস্ট কিংবা স্থানীয় বাসিন্দারা।   পাইক মার্কেটের খুব কাছেই একটি সিনেমা হল আছে। সেখানে সিনেমার জন্য অপেক্ষা করতে করতেই এই দেওয়ালে চুইংগাম লাগাতে শুরু করে সকলে। তারপর এই দেওয়াল থেকে সেই দেওয়াল করতে করতে সিনেমা হলের জানালা পর্যন্ত পৌঁছে যায় চুইংগাম। একজন স্থানীয় বাসিন্দা বলেন, এই দেওয়াল পরিষ্কার করতে প্রায় ৩ দিন সময় লাগবে। সম্ভবত ১ কিলোগ্রাম চুইংগাম লাগানো আছে এই দেওয়ালে।