English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৯

পত্রিকার বিজ্ঞাপনের আড়ালে পাকিস্তানে দেহ ব্যবসা!

অনলাইন ডেস্ক
পত্রিকার বিজ্ঞাপনের আড়ালে পাকিস্তানে দেহ ব্যবসা!

ম্যাসেজ পার্লারের আড়ালে নয় বা অনলাইনে বিজ্ঞাপন দিয়েও নয়, পাকিস্তান জুড়ে চলছে এখন নতুন এক উপায়ে দেহ ব্যবসা। ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে গৃহশিক্ষক বা শিক্ষিকা চাই। সে জাতীয় বিজ্ঞাপনে খুব ইঙ্গিতপূর্ণভাবে বলা হচ্ছে। যেমন- রুচিশীল, ভদ্র, যে কোনো বিষয়ে সুশিক্ষা দিতে পারা এমন দক্ষ সুন্দর/সুন্দরী প্রার্থী চাই।

আসলে লাহোর, করাচিসহ পাকিস্তানের বেশ কিছু শহরে দেহব্যবসার রমরমা অবস্থা এতটা বাড়াবাড়ি জায়গায় পৌঁছেছে যে প্রশাসনবিরোধী ক্ষোভ শুরু হয়। দেশটির গণমাধ্যমে ক্রমাগত প্রচারের পর নড়চড়ে বসে প্রশাসন। হোটেল, ম্যাসেজ পার্লারে নিয়মিত টহল শুরু হয়। সংবাদপত্র, ইন্টারনেটে বিজ্ঞাপনের ওপর নজরদারি করা হয়। এতে রমরমা বন্ধ না করা গেলেও কিছুটা নিয়ন্ত্রণ হয়।

তবে দেহব্যবসার সঙ্গে জড়িতরা তাদের বিজ্ঞাপনের ধরন বদলে নিয়ে আসে এমন উপায়। যেখানে গৃহশিক্ষকতার নামে দেহব্যবসায়ীদের ঘরে পৌঁছে দেওয়ার বিজ্ঞাপন শুরু হয়েছে।