English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৪

গিনেজ বুকে কুকুরের সমান বিড়াল, নাম 'লুডু'

অনলাইন ডেস্ক
গিনেজ বুকে কুকুরের সমান বিড়াল, নাম 'লুডু'

বিড়ালটিকে দেখেই আঁতকে উঠার মত! এটি জাতে বিড়াল হলেও দেখতে একদম কুকুরের মতো। বিড়ালটির শরীরের দৈর্ঘ-প্রস্থের পরিমাণও অবিশ্বাস্য। এ কারণেই ইতিহাসের অংশ হয়ে গেছে ব্রিটেনের এই বিড়াল। অস্বাভাবিক দৈর্ঘের জন্য সম্প্রতি গিনেজ বুকে নাম উঠেছে তার।

বিড়ালটির দৈর্ঘ তিন ফুট ১০.৬ ইঞ্চি। সাধারণত বিড়ালেরা যে মাপের হয় তার চেয়ে তিন গুণ বেশি এ দৈর্ঘ। এ বিড়ালটিকে বলা হচ্ছে, বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বড় বিড়ালগুলোর একটি। তার নাম লুডু। বয়স তিন বছর।

লুডুর তার মালিক কেলসি গিলের সাথে পশ্চিম ইয়র্কশায়ারের রাইহিলে থাকে। কেলসি জানান, লুডু খুবই মিশুক। কিন্তু কিছু অতিথিরা ওকে দেখেই চমকে যায়, ভয়ও পায়। সূত্র : ডেইলি মেইল