English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১২

সৌন্দর্য চর্চায় মানুষের মূত্র! বলছেন বিশেষজ্ঞরা

অনলাইন ডেস্ক
সৌন্দর্য চর্চায় মানুষের মূত্র! বলছেন বিশেষজ্ঞরা

শিরোনাম পড়ে চমকে যাওয়াটাই স্বাভাবিক। প্রস্রাব? হ্যাঁ, বিশ্বের তাবড় তাবড় ত্বক বিশেষজ্ঞরা এখন ত্বকের যৌবন বজায় রাখতে প্রস্রাব-ই সেরা বলে দাবি করছেন। এমনকী আর বিউটিপার্লারেও যেতে হবে না?

সকালে হওয়া প্রথম প্রস্রাব ত্বকে ব্যবহার করলে নাকি মিলিয়ে যেতে পারে ত্বকের জটিল সব রোগ। এমনকী মিলিয়ে যেতে পারে ত্বকের কালো দাগ থেকে ঘা, কাটা-ছেড়া। ব্রণ নির্মূলেও নাকি এই থেরাপি সাংঘাতিক রকমের কার্যকরি। 

প্রস্রাবের মধ্যে কী এমন গুণ আছে? ত্বক বিশেষজ্ঞদের মতে প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণে ইউরিয়া, হরমোন এবং অ্যান্টিবডিস থাকে। এইসব জিনিসগুলি ত্বকের পক্ষে খুবই উপযোগী। আর এর জন্য সকালের প্রথম প্রস্রাব সবচেয়ে ভাল। কারণ, ওই সময়ই নাকি প্রস্রাবে সবচেয়ে বেশি পরিমাণ গুণাবলী বজায় থাকে।

ইতিহাস বলছে, পাঁচশ বছর আগে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বিশ্বে ভারতে প্রথম প্রস্রাবের ব্যবহার শুরু করে। পরে রোম, মিশর এবং গ্রিসেও এর ব্যবহার শুরু হয় এবং এই ব্যবহার নাকি তাঁরা শিখেছিল ভারতের কাছ থেকেই। 

সূত্র- এবেলা