English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১২

বিশ্বের বড় মুক্তাটি ফিলিপাইনে

অনলাইন ডেস্ক
বিশ্বের বড় মুক্তাটি ফিলিপাইনে

ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় মুক্তাটি এখন তাদের দখলে।

সম্প্রতি ৩৪ কেজি ওজনের ওই মুক্তাটি সবার সামনে প্রদর্শন করা হয়।

কর্তৃপক্ষ জানায়, ১০ বছর আগে এক খামারি মুক্তাটি পায়। সেসময় এর মূল্য সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তবে সৌভাগ্যের প্রতীক মনে করে ওই কৃষক মুক্তাটি লুকিয়ে রাখে।

পালাওয়ান অঞ্চলের সরকারের মুখপাত্র আইলিন আমুরা জানান, প্রথম যখন সেই কৃষক মুক্তাটি তাদের কাছে নিয়ে আসেন তখন তারা হতবাক হয়ে যান। এই মুক্তাটি সত্যিই বিশ্বের সবচেয়ে বড় কিনা তা জানতে এখন রত্মবিদদের মতামতের অপেক্ষা করা হচ্ছে।

মুক্তাটি দৈর্ঘ্যে ২.২ ফিট আর প্রস্থে প্রায় ১ ফিট। মুক্তাটি আসল হলে এটি সহজেই আগের রেকর্ড ভেঙ্গে ফেলবে। ৬.৪ কেজি ওজনের লাও টিজু নামের মুক্তাটি বর্তমানে এই খেতাব ধরে রেখেছে।