English Version
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:০৩

ষাঁড়ের দাম ১৫ লাখ টাকা, ওজন ১ টন

অনলাইন ডেস্ক
ষাঁড়ের দাম ১৫ লাখ টাকা, ওজন ১ টন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল গ্রামের শাহানুর মিয়া। পাঁচ বছর ধরে তিনি একটি ষাঁড় পালন করছেন।

স্থানীয়রা বলেন, ষাঁড়টিতে এক টন মাংস হতে পারে। শাহানুর এ ষাঁড়টির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।

এই ষাঁড়টি গত পাঁচ বছর থেকে শাহানুর লালন-পালন করে আসছেন। মোটা তাজাকরণের কোনো ওষুধ বা ইনজেকশন প্রয়োগ করেননি। সম্পূর্ণ দেশি খাবার খাইয়েছেন বলে দাবী করেন তিনি।

ষাঁড়টির খাবারের ম্যানুতে রয়েছে- ঘাস, লতাপাতা, খড়, চিনি, গুড়, কলাসহ বিভিন্ন ধরনের ছোলা, ডাল, খৈল, ভুসি, কিসমিস, আম ও ভাতের মার।

ষাঁড়টির ওজন প্রায় এক টন হবে বলে ওই গ্রামের মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন ধারণা করছেন।

শাহানুরের বিশাল আকারের এই ষাঁড় দেখার জন্য প্রতিদিন আশপাশের গ্রামের লোকজন ভিড় করছেন। যে ঘরে ষাঁড়টি রাখা হয়, সেই ঘরে একটি সিলিং ফ্যান দেয়া হয়েছে।

শাহানুর জানান, গত বছর ষাঁড়টি বিক্রির উদ্যোগ নিয়েছিলেন। দাম হয়েছিল মাত্র ৫ লাখ টাকা। কিন্তু তিনি ওই দামে বিক্রি করেননি। এ বছর তিনি ষাঁড়টির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।