English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৬ ০৩:৪১

‘সঙ্গীর শোকে হাতি আটকে দিল ট্রেন’

অনলাইন ডেস্ক
‘সঙ্গীর শোকে হাতি আটকে দিল ট্রেন’

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার জেলার বিষ্ণুপুর পাঞ্চেৎ এলাকায় একটি হাতির দল আটকে দিল পুরুলিয়া এক্সেপ্রসকে। আর সেই ট্রেনের ধাক্কায় খড়্গপুর-আদ্রা ৫৮৬০১ আপগামি ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুটি হস্তী শাবক ও একটি পূর্ণবয়স্ক হাতির।

এখনও ছটি হাতি পুরুলিয়া এক্সেপ্রসকে আটকে রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

এই পরিস্থিতিতে দীর্ঘক্ষণ বনকর্মীদের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। তিন মৃত হাতি এখনও পড়ে রয়েছে রেলের ইঞ্জিনের তলাতেই।

জানা গিয়েছে, শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে পশ্চিম মেদিনীপুর থেকে দলমার দলটিকে বাঁকুড়ার জঙ্গলে পাঠিয়ে দেয়। আর সেই দলেই ছিল এই হাতিগুলি।

এদিকে পুরুলিয়া জেলার আদ্রা থেকে ঘটনাস্থলে যাচ্ছে রিলিফ ট্রেন। বহু ট্রেন দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে। রেলের গাফিলতিতেই এমন ঘটনা বলেন মনে করছেন ট্রেন যাত্রীসহ স্থানীয় বাসিন্দারা।
 
অপরদিকে হাতির দল ট্রেন আটকে দেওয়াতে আতঙ্কে সেই ট্রেনের যাত্রীরা। সব যাত্রীদের অন্য ট্রেনে রওনা করে দেওয়া হয়েছে৷