English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১১:৫৩

যেসব মুহূর্তে মেয়েদের মিলনের ইচ্ছা বেশি থাকে!

অনলাইন ডেস্ক
যেসব মুহূর্তে মেয়েদের মিলনের ইচ্ছা বেশি থাকে!

সবসময় সবার সেক্স কামনা জাগে না। এমন কিছু বিশেষ বিশেষ মুহূর্ত এবং জায়গা বিশেষ নারী মনে মিলনের কামনা জাগে। নারীমনে মিলনের ইচ্ছা জাগে যেসব মুহূর্তে আসুন দেখে নেই-

* কিচেন : রান্না করার মুহূর্তে যদি প্রেয়সীর কোমল ত্বকে প্রেমিকের আলতো ছোঁয়া লাগে, প্রেয়সী কিছুতেই ধরে রাখতে পারেন না উত্তেজনা। ব্যাপারটা ট্রাই করে দেখতে পারেন। অধিকাংশ নারীর এই একটি সুপ্ত ফ্যান্টাসি আছে – কিচেন সেক্স।

* বৃষ্টিভেজা : ঝড়জলের দিনে আচমকা প্রেয়সীর সঙ্গে দেখা করে আসুন। মেঘলা এই দিনে প্রেয়সীর মন এমনিতেই আপনার অপেক্ষায় থাকবে। তেমন মুহূর্তে কাছে টানতেই পারেন তাঁকে। বৃষ্টিভেজা পরিবেশ আপনাদের মিলনসুখকে আরও বেশি আনন্দে ভরিয়ে তুলবে।