আমেরিকায় শীর্ষ অপরাধ শহর

আমেরিকা চিনে না এমন লোক পৃথিবীতে বিরল। আমেরিকা শুধু উন্নত জীবনযাপনই নয় ব্যবসা বানিজ্য, ঘুরাফেরা সবই কিছুতে যেন আমেরিকা সবার নজর কেড়েছে। তেমনি এই দেশ অপরাধের দিক দিয়েও রয়েছে এগিয়ে। এই হিসেবে আমেরিকাতে রয়েছে বিপদজনক বেশকিছু শহর।
অপরাধের দিক দিয়ে বিপদজনক শহর নিম্নে দেওয়া হলো-
টেনেসীঃ এখানকার জনবসতি প্রায় ৬,৫৪,৯২২ জন। এক লাখ জনগণের মধ্যে ১৭৪১ জন অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন ও ২২ জন খুনের সাথে জড়িত থাকেন।
ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়াঃ এখানকার জনবসতি প্রায় ৪,০৯,৯৯৪ জন। এক লাখ জনগণের মধ্যে ১,৬৮৫ জন অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন ও ২০ জন খুনের সাথে জড়িত থাকেন।
মিসৌরিঃ এখানকার জনবসতি প্রায় ৩,১৮,৫৭৪ জন। এক লাখ জনগণের মধ্যে ১,৬৮৯ জন অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন ও ৫০ জন খুনের সাথে জড়িত থাকেন।
আলাবামাঃ এখানকার জনবসতি প্রায় ২,১২,১১৫ জন। এক লাখ জনগণের মধ্যে ১,৫৮৮ জন অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন ও ২৫ জন খুনের সাথে জড়িত থাকেন।
উইসকনসিনঃ এখানকার জনবসতি প্রায় ৬,০০,৩৭৪ জন। এক লাখ জনগণের মধ্যে ১,৪৭৬ জন অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন ও ১৫ জন খুনের সাথে জড়িত থাকেন।
মেরিল্যান্ডঃ এখানকার জনবসতি প্রায় ৬,২৩,৫১৩ জন। এক লাখ জনগণের মধ্যে ১,৩৩৯ জন অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন ও ৩৪ জন খুনের সাথে জড়িত থাকেন।
ওহিওঃ এখানকার জনবসতি প্রায় ৩,৮৮,৬৫৫ জন। এক লাখ জনগণের মধ্যে ১,৩৩৪ জন অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন ও ১৬ জন খুনের সাথে জড়িত থাকেন।
ক্যালিফোর্নিয়া, স্টকটনঃ এখানকার জনবসতি প্রায় ২,৯৯,৫১৯ জন। এক লাখ জনগণের মধ্যে ১,৩৩১ জন অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন ও ৪৯ জন খুনের সাথে জড়িত থাকেন।
ইন্ডিয়ানাঃ এখানকার জনবসতি প্রায় ৮,৫৮,২৩৮ জন। এক লাখ জনগণের মধ্যে ১,২৫৫ জন অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন ও ১৬ জন খুনের সাথে জড়িত থাকেন।
মিশিগান: এখানকার জনবসতি প্রায় ৬,৮৪,৬৯৪ জন। এক লাখ জনগণের মধ্যে ১০৮৯ জন অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন ও ৪৪ জন খুনের সাথে জড়িত থাকেন।তথ্যসূত্রঃ ইন্টারনেট