English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ২১:৫৪

মর্গে সাদা চাদরে ঢাকা মৃতদেহটা হঠাত্ উঠে বসল!!! (দেখুন ভিডিওতে)

অনলাইন ডেস্ক
মর্গে সাদা চাদরে ঢাকা মৃতদেহটা হঠাত্ উঠে বসল!!! (দেখুন ভিডিওতে)

ওয়েব ডেস্ক : অজ্ঞাতপরিচয় একটা মৃতদেহ পড়ে রয়েছে মর্গে। সাদা কাপড়ে ঢাকা দেহ। মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ইন্টারভিউয়ের জন্য সেই মর্গে ডেকে আনা হয় কয়েকজনকে। এরপর নিজেদের মধ্যেই তখন কথাবার্তায় ব্যস্ত সবাই। এমন সময় হঠাত্ করে উঠে বসল মৃতদেহটা!! বিশ্বাস হচ্ছে না তো? ঠিক এমনটাই হয়েছে, দেখুন... তবে আসল ব্যাপারটা কিন্তু শুধু এইটুকুই নয়। অন্য। আসল ঘটনাটা হচ্ছে, এটা একটা 'জম্বি প্র্যাঙ্ক'। জ্বলজ্যান্ত একটা মানুষকে 'মরা মানুষ' সাজিয়ে মর্গের বেডে শুইয়ে রাখা হয়। তারপর সবাই যখন কথায় ব্যস্ত বা অন্যমনস্ক, তখন মোক্ষম সময়ে আচমকাই উঠে বসে সেই 'মরা মানুষ'টি। আর তাতেই ভয় পেয়ে ঘরে উপস্থিত সবাই পড়ি-মরি দে ছুট। দেখুন সেই ভিডিওটি,