English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১৩:২৮

শিশুর বেল্টে বোমা

অনলাইন ডেস্ক
শিশুর বেল্টে বোমা

দেখতে অসহায় সহজ সরল মুখ কিন্তু এরাই এখন আইএস জঙ্গিদের অস্ত্র। ইরাকের জনসমুদ্রে বা বড় বড় জমায়েতে এরা হারিয়ে যাচ্ছে সহজেই। তারা মানববোমা হয়ে মিশে যাচ্ছে। বছর ১২-এর সন্দেহভাজন এমন এক ছেলেকে ক'দিন আগে পুলিশ আটক করেছে। 

ছেলেটাকে তল্লাসি চালানোর পরেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিন্তু ওর বেল্টেই লুকিয়ে ছিল বোমা। খুলে দিলেই ফেটে যাবে। এমনই এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

ক'দিন আগেও ঠিক এমনই এক শিশুর বোমার আঘাতে তুর্কিতে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে ৫১ জন মারা যান। আহত হন শতাধিক। তারপর থেকেই ইরাকে বেড়েছে সতর্কতা। উত্তর ইরাকের কিরকুকেও কিছুটা একই ধরনের ঘটনা ঘটে।

শিশুর বেল্টে বোমা রেখে উড়িয়ে দেওয়া হয়। দুজন শিশু মারা যায়। খবর- জি নিউজ