English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৬ ১৫:৩৩

রাধিকার যৌন দৃশ্য ফাঁস (ভিডিও)

অনলাইন ডেস্ক
রাধিকার যৌন দৃশ্য ফাঁস (ভিডিও)

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক আলোচিত নাম রাধিকা আপ্তে। বিভিন্ন সময়েই খবরের শিরোনাম হয়ে থাকেন এই নায়িকা। তবে বেশির ভাগ সময়েই নগ্ন দৃশ্য ফাঁস, যৌন দৃশ্য ইন্টারনেটে ভাইরাল খবরের শিরোনাম হন এই নায়িকা। এবারও ঠিক একই কারণে আলোচনায় এই সুন্দরী নায়িকা।

সম্প্রতি অজয় দেভগান প্রযোযিত ছবি ‘পার্চড’-এর বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে। যৌন দৃশ্যে রাধিকার সহশিল্পী অভিনেতা হিসেবে ছিলেন আদিল হুসেন। আর একটি রগরগে দৃশ্যে তার সঙ্গে অভিনয় করেছেন তানশিঠা চ্যাটার্জি।

ভিডিওটি অনলাইনে প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। যৌন দৃশ্যের এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকেই সমালোচনার শিকার হন এই নায়িকা। সমালোচকদের পাল্টা জবাবে ছবিটির নির্মাতা অসীম বাজাজ বলেছেন, ‘দৃশ্যগুলো সংবেদনশীল বা উত্তেজনাকর নয়’।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার রাধিকার নগ্ন দৃশ্য ফাঁস হয়েছে। গত বছর একটি স্বল্প দৈর্ঘ্য সিনেমায় রাধিকার নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকার ছবি প্রকাশ হওয়ার পর তা ভাইরাল হয়ে ওঠে। ওই স্বল্প দৈর্ঘ সিনেমার পরিচালনায় ছিলেন আনুরাগ কাশ্যাপ। এই সময়ও ওই নগ্ন দৃশ্যে নিয়ে তোপের মুখে পরতে হয় এই নায়িকাকে। দেখুন সম্প্রতি ফাঁস হওয়া রাধিকা আপ্তের যৌন ভিডিও।