English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৬ ১৭:১৪

সোভিয়েতে পানির নিচে ভয়ঙ্কর কারগার

অনলাইন ডেস্ক
সোভিয়েতে পানির নিচে ভয়ঙ্কর কারগার
এস্তোনিয়ার ৪০কিমি দূরে তালিনের আমারি ন্যাটো ঘাঁটির কাছাকাছি রুম্মু এলাকায় জল ও স্থলভাগ মিলিয়ে বিস্তীর্ণ এলাকায় তৈরী করা হয়েছে দুর্ভেদ্য কারাগার। এই স্থান সম্পর্কে না জানলে বুঝতে পারবেন না কতটা ভয়াবহতার ছাপ পরে রয়েছে এখানে। স্থানটিকে ডুবুরিদের জন্য বিপজ্জনক ঘোষণা করা হয়েছে।

এটি একটি পরিত্যাক্ত কারাগার। সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৩০ এটি তৈরি করেছিলো। তখন সোভিয়েত ইউনিয়নের অখণ্ড অংশ ছিল এস্তোনিয়া। এ কারাগারের ভবনের বড় একটি অংশ রয়েছে পানির নিচে। পানির উপরেও রয়েছে ভবনের খানিকটা। পানির নিচে গেলে দেখা যায় সম্পূর্ণ নিমজ্জিত ভাঙ্গা ও পরিত্যাক্ত ভবনের ধ্বংসস্তুপ ও ডিজাইন।

পূর্বে এখানকার বন্দীদের খনিতে কাজ করান হত। মানবাধিকার বিধিলঙ্ঘনকারীদের জন্য এটি ছিল খুবই জঘন্য। সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এস্তোনিয়ার কারাগারের ওই অঞ্চলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

ল্যাম্প পোস্ট, কাঁটাতার, খনির যন্ত্রপাতি এবং নিচের অংশের বন সব মিলিয়ে ডুবুরিদের জন্য আকর্ষণীয় একটি স্থান। ৭০ মিটার উঁচু প্রাচীর বেয়ে জলের উপর ঝাঁপিয়ে পরেন ভ্রমণকারীরা ডুবুরিরা। কোন নিরাপত্তা জাল বা মার্জিন নেই, ঝুকি নিয়ে যেতে হয় ভিতরে।

কিন্তু কিছু বিশেষ ডুবুরির দল আছেন যারা প্রায়শই এখানে ড্রাইভিং করতে আসেন। রুম্মু আসলে এমন একটি স্থান যেখানে নিজের ঝুঁকিতে পানির নিচে যেতে হয়, তবে প্রতিদিন সেখানে বেশ ভ্রমণকারীর আনাগোনা দেখা যায়।