English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১৬:৩৮

টুথপেস্টের গায়ে এই চিহ্নগুলোর মানে জানেন?

অনলাইন ডেস্ক
টুথপেস্টের গায়ে এই চিহ্নগুলোর মানে জানেন?

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে যে জিনিসটির সঙ্গে আমাদের সাক্ষাত হয় তা হলো টুথপেস্ট। আজকাল  টুথপেস্টের বিজ্ঞাপনের কোন শেষ নেই। সেখানে গুলাবলীর বিবরণেরও অভাব নেই। হরেক রকমের ফ্লেভার রয়েছে। আবার দাঁতের সমস্যার জন্য ডাক্তার ঔষধি টুথপেস্ট প্রেসক্রাইব করেন। সব মিলিয়ে বিশাল কান্ড! তবে জানেন কী আপনার টুথপেস্ট কীভাবে তৈরি? টুথপেস্টের গায়ে এই দাগগুলোই বা কীসের? ১. লাল রং টুথপেস্টে লাল রঙের চিহ্ন থাকলে বুঝতে হবে সেই পেস্টটি প্রাকৃতিক ভাবে তৈরি হলেও তাতে রাসায়নিক উপাদান রয়েছে। ২. নীল রং এই রঙের চৌকো চিহ্ন থাকলে বুঝতে হবে এই টুথপেস্ট ন্যাচারালের পাশাপাশি ঔষধ হিসেবেও ব্যবহারযোগ্য। ৩. সবুজ রং টুথপেস্টের গায়ে সবুজ রঙের চারকোনা চিহ্ন থাকলে বুঝতে হবে এটি ন্যাচারাল টুথপেস্ট। ৪. কালো রং টুথপেস্টের গায়ে কালো রঙের চিহ্ন থাকলে বুঝবেন একটি সম্পূর্ণ ভাবে রাসায়নিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে।