English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৯:৪১

বলিউডের নায়িকা হতে চান বন্ড গার্ল

অনলাইন ডেস্ক
বলিউডের নায়িকা হতে চান বন্ড গার্ল

ক্যাসিনো রয়ালের বন্ড গার্ল এতদিন স্বপ্ন দেখতেন বলিউডের ছবিতে অভিনয়ের। সে স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু পুরোটা না, ৬০ শতাংশ। জেমস বন্ড সিরিজের জনপ্রিয় ছবি ক্যাসিনো রয়ালে অভিনয় করেছিলেন ক্যাটরিনা মুরিনো। সেই মুরিনোকেই মনে ধরেছিল রাজীব জাভেরির। শেষ পর্যন্ত, তাঁর নতুন ছবি ‘‌ফিভার’–এর একটি চরিত্রে অভিনয় করতে রাজিও হন তিনি।

অনেক দিন ধরেই নাকি ভারতীয় বাণিজ্যিক ছবিতে অভিনয়ের ইচ্ছা ছিল তাঁর। কিন্তু ফিভার পুরোপুরি ভারতীয় বাণিজ্যিক ছবির মত নয়। তাই তাঁর সাধ মিটেছে ৬০ শতাংশই। পরের বার, নাচ–গানওয়ালা ছবিতে অভিনয় করতে চান তিনি। ইতালিতে নাকি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে সকলেই বেশ আগ্রহী।

ধারণা, মুম্বইয়ের ছবির জগত একটা বড় লাভের মেশিনের মত। তবে, হিন্দি ছবি দেখার সুযোগ হয় না ইতালীয়দের। যদিও মুরিনো দেবদাস, যোধা আকবর আর সালাম বম্বে দেখে ফেলেছেন। ঐশ্বর্য রাই ও ঋত্বিক রোশনের অভিনয় বেশ পছন্দও হয়েছে তাঁর।

তবে ইতালিতে ভারতের সিনেমা স্টার বলতে একজনকেই নাকি লোকে চেনে, কবীর বেদী। শাহরুখ, অমিতাভ, আমিরের নাম জানে না কেউ।