English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ০৩:১৫

৩ কোটি ৫৪ লক্ষ টাকার গয়না কনের অঙ্গে

অনলাইন ডেস্ক
৩ কোটি ৫৪ লক্ষ টাকার গয়না কনের অঙ্গে

একি সন্তানের প্রতি পিতার স্নেহ, না কি কেবলই বিত্তের প্রদর্শনী! মেয়েকে আপাদমস্তক সোনার গয়নায় মুড়ে বিয়ে দিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের এক মিষ্টি ব্যবসায়ী। কনের অঙ্গের গয়নার মোট মূল্য প্রায় ৩ কোটি ৫৪ লক্ষ টাকা।  

স্থানীয় এক মিষ্টান্ন ব্যবসায়ী প্রায় ৩ কোটি ৫৪লক্ষ টাকা মূল্যের সোনার গয়না সহ বিয়ে দিলেন একমাত্র মেয়ের। বিয়ের অনুষ্ঠানে পাত্রীর বাবার সঙ্গেও শোভা পেল কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার গয়না, যা দেখে উপস্থিত সবার চোখ ছানাবড়া হওয়ার উপক্রম।

মাথা থেকে পা, সর্বাঙ্গ সোনায় মুড়ে স্থানীয় মন্দিরের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কনে। তাঁর সঙ্গে ছিলেন কন্যাদায়গ্রস্ত বাবা, যাঁর হাত ও গলাতেও ছিল সোনার গয়নার ছড়াছড়ি। হতদরিদ্র লোকালয়ের মধ্যে দিয়ে স্বর্নালী এই শোভাযাত্রা দেখে তাক লেগে যায় স্থানীয়দের। তবে কনে ও তাঁর বাবার নিরাপত্তা সম্পর্কে সতর্ক ছিল পুলিশ। বিয়ের অনুষ্ঠানে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

- সূত্র : এই সময়