English Version
আপডেট : ৩০ জুলাই, ২০১৬ ১৪:২১

সন্তান বেঁচার অপরাধে মা জেলে

অনলাইন ডেস্ক
সন্তান বেঁচার অপরাধে মা জেলে

সন্তান বেঁচার অপরাধে মাকে আটক করেছে পুলিশ। তিন লাখ রুপির বিনিময়ে নিজের ছেলেকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন ওই মা।

ওই মার নাম সুনীতি দেবী।

তিনি বিহার রাজ্যের রোহতাস জেলার ভারতিগঞ্জ এলাকার বাসিন্দা।

গত শুক্রবার তিনি মাত্র ৩ লাখ রুপির বিনিময়ে তার চার মাসের পুত্রকে গাজিয়াবাদের প্রিয়া পাণ্ডে নামক এক নারীর হাতে তুলে দেন। কিন্তু বাড়ি ফেরার পর ছেলের জন্য তার মন আকুল হয়ে ওঠে। শেষে ছেলেকে ছেড়ে থাকতে না পেরে প্রিয়ার কাছে ছুটে যান। এবং ছেলেকে ফেরত চান। এতে রেগে গিয়ে থানায় অভিযোগ করেন প্রিয়া পাণ্ডে।

অভিযোগের ভিত্তিতে মা সুনীতি দেবী এবং দালাল তারামনি দেবীকে আটক করে পুলিশ।

এই বেআইনি কাজে অংশ নেয়ায় ক্রেতাপ্রিয়া পাণ্ডেকে আটক করা হয়েছে। ওই তিন নারীই বর্তমানে জেলহাজতে রয়েছেন।