English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১২:৪৮

সমুদ্রে পরে যাওয়া আইফোন ফিরত দিল ডলফিন

অনলাইন ডেস্ক
সমুদ্রে পরে যাওয়া আইফোন ফিরত দিল ডলফিন

আটলান্টিক মহাসাগরে বন্ধুরা সবাই মিলে মজা করে এসেছে। মাঝ সমুদ্রে চিয়ারলিডার্স টেরেসা কিই আর তাঁর বন্ধুরা সামুদ্রিক প্রাণীদের সঙ্গে খুব মজা করছে। হঠাত্‍ ঘটল একটা ঘটনা।

যে বোটে টেরেসারা বসে ছিল, সেটা সামান্য কাত হতেই পড়ে গেল ওর আই ফোনটা। টেরেসার তা দেখে চিত্‍কার। ওর বন্ধুরা হতবাক। এত গুরুত্বপূর্ণ ফোন হারিয়ে যাবে ভেবে টেরেসার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়।

কিন্তু তখনই ঘটল এক অদ্ভূত ঘটনা। হঠাত্‍ জল থেকে মুখ তুলে টেরেসার আই ফোন ফেরত দিয়ে দিল এক ডলফিন। তা দেখে টেরেসার বন্ধুদের সে কী চিত্‍কার।

এই ঘটনার পুরোটাই ভিডিও করা হয়েছে।

টেরেসার ফেসবুকে পুরো ঘটনা লিখে সেই ভিডিও আপলোড করতেই তা দেখার হুড়হুড়ি পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

বহুবার শেয়ার এই পোস্টটি। দেখুন সেই মজাদার ভিডিও। দেখতে ক্লিক করুন