English Version
আপডেট : ২১ জুলাই, ২০১৬ ২০:২৭

সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ

রাজধানীর তুরাগে সাড়ে ৩ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ।

মামলা সূত্রে জানা যায়,  গত ৭ জুলাই উক্ত শিশুকে নিয়ে নানার বাড়ি তুরাগের ভাটুলিয়ায় বেড়াতে আসেন তার মা। তার নানা স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ। ধর্ষক মাসুদুর রহমান মাসুদ (১৫) ওই মাদ্রাসার আবাসিক ছাত্র হওয়ার সুবাদে প্রায়ই শিশুটির নানার বাসায় যাতায়ত করত।

ঘটনার দিন গত ১৮ জুলাই সন্ধ্যায় মাসুদ ওই বাসায় আসে, এসময় বাসার সবাই নামাজে থাকায় শিশুটিকে একা পেয়ে পাশের একটি খালি রুমে নিয়ে ধর্ষণ করে চলে যায়।

নামাজ শেষে বাড়ির লোকজন শিশুটির কান্নার শব্দ শুনে রুমে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এ সময় স্বজনেরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটি এই ঘটনা তার পরিবারের কাছে খুলে বলে। পরবর্তীতে তার নানা বাদী হয়ে ১৯ জুলাই তুরাগ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন ।

পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মাসুদকে গ্রেপ্তার করে। ধর্ষক মাসুদের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার টেগরচর গ্রামে, তার  বাবার নাম তোতা মিয়া । বর্তমানে তারা তুরাগের ভাটুলিয়া এলাকায় বসবাস করছে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ওসি মাহবুবে খোদা জানান, এই ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন । আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছি ।