English Version
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ০২:৩১

শ্বশুরের সঙ্গেই ২০ বছর স্ত্রীর মিলন

অনলাইন ডেস্ক
শ্বশুরের সঙ্গেই ২০ বছর স্ত্রীর মিলন

শ্বশুরের সঙ্গে ছেলের স্ত্রীর অবৈধ সম্পর্ক। এ এক-দুই দিন ধরে নয়, টানা ২০ বছর। আমি তো নামেই স্বামী, আমার স্ত্রীর আসল স্বামী আমার জন্মদাতা বাবা। যে সন্তান আছে সেটা আসলে আমার নয়, বাবার।

সিনেমার নয়,একেবারে বাস্তব। নিজের স্ত্রী ও বাবার বিরুদ্ধে এ মর্মে অভিযোগ দায়ের করে জেলা শাসকের দ্বারস্থ হলেন এক ব্যক্তি।

আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মোতিহারি জেলার তুরকাওলিয়া এলাকায়।

জেলা শাসককে তিনি (স্বামী) জানিয়েছেন, বিয়ের পর থেকেই বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন হয় তাঁর স্ত্রীর। তারপর থেকেই দুজনে একসঙ্গে থাকতে শুরু করে।
 
প্রতিবাদ করলে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই ব্যক্তির।
 
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ব্যক্তির স্ত্রী ও তাঁর বাবা।

গৃহবধূর দাবি, বাড়িতে তাঁকে মারধর করে স্বামী। আর তার প্রতিবাদ করলে অশান্তি বাড়ত। একই সুর শোনা গেছে অভিযুক্ত বাবার গলাতে। যদি অভিযোগ মানতে নারাজ অভিযোগকারী ব্যক্তি।