English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৫:০৩

বাবার হাতে মেয়ে খুন

অনলাইন ডেস্ক
বাবার হাতে মেয়ে খুন

বাবার হাতে প্রাণ দিতে হলো ছয় বছরের মেয়ে ভারতীকে। গত ৯ জুলাই এই পৈচাশিক ঘটনাটি ঘটেছে ভারতের বালাপুর গ্রামে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, চলতি বছরের  ৯ জুলাই মেয়ে ভারতীকে বাড়ির কাজ করাচ্ছিলেন বাবা সঞ্জয়। তখন একপর্যায়ে মেয়েকে ১ থেকে ১৫ পর্যন্ত গুনতে বলেন সঞ্জয়। কোনো কারণে গুনতে গিয়ে গুলিয়ে ফেলে ভারতী। তাতেই ক্ষুব্ধ হয়ে বাবা।
 
মেয়েকে মারধর করে আছড়ে ফেলেন তিনি। এসময়ে মেয়ে চিৎকার করলে মুখের মধ্যে পেঁয়াজ গুঁজে দিয়ে গেলানোর জন্য জোর করতে থাকেন বাবা। কিন্তু গলায় আটকে যায় পেঁয়াজটি। এরপরই শ্বাসরোধ হয়ে মারা যায় ভারতী।

স্থানীয় পুলিশ বলছে, এই ঘটনাটি চাপা দিতে চেয়েছিলেন সঞ্জয়। কিন্তু ভারতীর মায়ের কারণে তা পারেরনি।

পুলিশের ভাষ্যমতে, নির্যাতনে মারা যাওয়ার পর অপরাধ ঢাকতে মেয়ের মরদেহ পুঁতে ফেলেন সঞ্জয়। কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী মেয়েটির মা মামলা করে। পরে গতকাল সঞ্জয়কে আটক করেছে ভারত পুলিশ।