English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ১৪:৪১

স্ত্রীর লেহেঙ্গা পছন্দ হয়নি , ক্ষোভে স্বামীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
স্ত্রীর লেহেঙ্গা পছন্দ হয়নি , ক্ষোভে স্বামীর আত্মহত্যা

ঈদ উপলক্ষে নিজ পছন্দ করে স্ত্রীকে লেহেঙ্গা কিনে দিয়েছেন সেটি পছন্দ করেনি স্ত্রী আর তাই এই ক্ষোভে আত্মহত্যা করেছেন এক স্বামী। তার নাম আকাশ শেখ (২২)।

বুধবার (৬ জুলাই) দুপুরের খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। তিনি উপজেলার শাহনাজ জুটমিলের ম্যাকানিক্যাল বিভাগের শ্রমিক।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে উপজেলার দেয়াড়া পূর্বপাড়ার বাসিন্দা ইদ্রিস শেখের ছেলে আকাশ মঙ্গলবার তার স্ত্রীর জন্য মার্কেট থেকে একটি লেহেঙ্গা কিনে নিয়ে বাড়িতে যায়। কিন্তু স্ত্রী’র সেটি পছন্দ না হওয়ায় দুই জনের মধ্যে বিরোধ, বাক-বিতণ্ডা, মনোমালিন্যের সৃষ্টি হয়। এতে ক্ষোভে অভিমানে বুধবার দুপুরের দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আকাশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।