English Version
আপডেট : ৩০ জুন, ২০১৬ ১৬:০০

সেক্স ডলের ভালোবাসায় হাবুডুবু সানজি

অনলাইন ডেস্ক
সেক্স ডলের ভালোবাসায় হাবুডুবু সানজি

প্রেমে পড়েছেন জাপানের সেনজি নাকাজিমা (৬২)। তা পড়া স্বাভাবিক। কারন প্রেমের কোন বয়স নেই। এতে অবাক হওয়ার কী আছে? আছে বৈকি৷

কারণ মানুষ নয় তিনি প্রেমে পড়েছেন এক ‘সেক্স ডল’ প্রতি। ভালবেসে নাম দিয়েছেন সাওরি।  ৬ বছর আগে সাওরির সঙ্গে দেখা হয়েছিল সেনজির।

তখন প্রয়োজন শুধুমাত্র শরীরেরই ছিল৷ কিন্তু, ধীরে ধীরে তা ভালবাসায় পরিণত হয়েছে বলে দাবি সেনজির৷ এখন তো সাওরিকে সত্যিকারের ব্যক্তিত্ব বলে মনে করেন তিনি৷ তাকে নিয়েই শপিংয়ে যান, বেড়াতে যান৷

মাঝে মধ্যে নৌকা বিহার করে থাকেন। সেনজির যুক্তি, সাওরির ভালবাসাই একমাত্র সত্যি পৃথিবীতে৷ কারণ সে কখনও তাঁর পয়সার পিছনে ছুটবে না। রক্তমাংসের স্ত্রীর মতো ঝগড়া করবে না। যা সেনজি বলবে তাই তাঁর সাওরি শুনবে।