English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৭:৩৬

রাতে সায়েন্স কলেজে হাটে লাশ

অনলাইন ডেস্ক
রাতে সায়েন্স কলেজে হাটে লাশ

ছাত্রছাত্রীদের কোলাহলে দিনভর মুখরিত থাকত খ্যায়রাতাবাদ সায়েন্স কলেজ এক সময়ে৷ আর এখন কলেজের আশপাশ দিয়ে গেলে ভয়ে গাঁ শুকিয়ে যায়। দিনে ভবনটিতে একটু স্বাভাবিক থাকলেও রাতে মৃত মানুষের হাটার কোলাহলে ভরে ওঠে। ভারতের হায়দরাবাদের কলেজটি নিয়ে স্থানীয়রা এমন মন্তব্য করে।

অনেকেরই ধারণা রাতে অলৌকিক কাণ্ড কারখানা ঘটে এখানে৷ সবমিলিয়ে কলেজটি এখন আতঙ্ক পুরীতে পরিণত হয়েছে৷

কথায় বলে, যা রটে তা কিছুটা ঘটে৷ কলেজের নিরাপত্তারক্ষীর সঙ্গে কী হয়েছিল জানলে স্থানীয়দের কথা একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব হবে না৷ বন্ধ হয়ে যাওয়া কলেজটি দেখাশোনার জন্য সরকারের তরফে একজন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল৷ কিন্তু কাজে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। আজও মৃত্যুর কারণ জানা যায়নি৷

আস্ত একটা সায়েন্স কলেজের এমন দশা হল কীভাবে? স্থানীয়দের কাছ থেকেই মিলেছে তার উত্তর৷ প্রাচীন বিল্ডিংটি দেখভালের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল৷ ফলে সেটি বন্ধ করে দেওয়া হয়৷ কিন্তু কলেজের বায়োলজি ল্যাবরেটারিতে যেসব মৃতদেহ পড়াশুনার কাজে ব্যবহৃত হত, সেগুলি সেখানেই থেকে যায়৷ কবরও দেওয়া হয়নি বা পোড়ানোও হয়নি৷

যারা রাতে কলেজ লাগোয়া রাস্তা হেঁটে পার হয়েছেন, তারা কারও হেঁটে চলে বেড়ানোর আওয়াজ পেয়েছেন। এছাড়াও নানা ধরনের অদ্ভূত সব শব্দ কানে এসেছে তাদের৷ পোড়ো বাড়িতে পরিণত হওয়া খ্যায়রাতাবাদ কলেজের পাশের রাস্তাটা তাই সাধারণত খালিই থাকে৷ জেনে শুনে বিপদে পড়তে কে-ই বা চায়?