English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১৭:০৩

শেষ সময়েও আয়নাকে চান শিশু ডেভিড

অনলাইন ডেস্ক
শেষ সময়েও আয়নাকে চান শিশু ডেভিড
দুই বছর বয়সেই লিউকেমিয়া ধরা পড়ে ডেভিড স্পিসাক জুনিয়র (৮)। চলতি বছরের মার্চ মাসে রোগটি আবার জেকে ধরে তাকে। মৃত্যু প্রায় নিশ্চিত, এরপরও শেষ দিনগুলো প্রেমিকা আয়লার সাথেই কাটাতে চায় ডেভিড। যুক্তরাষ্ট্রের ভারজিনিয়ার বয়সী ডেভিড স্পিসাক জুনিয়র গত বছরের সেপ্টেম্বরে দেখা পায় আয়লার (৭)। একদিন অঙ্কন ক্লাসে আয়লার কাছে ডেভিড তার ভাললাগার কথা জানায় এবং আয়লা সে প্রেম নিবেদন গ্রহণ করে। এরপর থেকে তারা একসঙ্গে সময় কাটাচ্ছে। তারা দুজনেই দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। ডেভিড জানিয়েছে, বাকি দিনগুলো আনন্দ আর শান্তিতে কাটাতে চায় সে। আয়লার সাথে তার দারুণ সময় কাটছে। তাদের পরিবারও তাদের একান্ত সময় কাটাতে সাহায্য করছে। চতুর্থ বারের মতো রোগটি ফিরে আসায় ডেভিডের মৃত্যুর বিষয়টি হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপারমাত্র। এ কারণে তার বাবা-মা ডেভিডের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নেয়। তারা জানান, অসুস্থ ডেভিডকে হাসপাতাল আটকে রাখার মানে হয় না। বরং তারা চান অন্যসব ৮ বছর বয়সী ছেলেদের মতো সেও জীবনের শেষ দিনগুলো উপভোগ করুক।