English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৭:৩০

হৃদপিন্ডে ছাড়াই দেড় বছর অতিবাহিত

অনলাইন ডেস্ক
হৃদপিন্ডে ছাড়াই দেড় বছর অতিবাহিত

শরীরের বাইরে কৃত্রিম হৃদপিন্ডে মানুষের বছর পার, বিষয়টি কি ভাবা যায়? টানা ৫৫৫ দিন ব্যাকপ্যাকে কৃত্রিম হৃদপিন্ড বহনের পর হৃদপিন্ড পুন:স্থাপন করে সুস্থভাবে জীবন যাপন করছেন ২৫ বয়সী এক মার্কিনী।

এমনকি বাস্কেটবলও খেলছেন তিনি। স্ট্যান লার্কিন নামের ওই যুবকের দেহে সফল অস্ত্রপচার করেন মিশিগান ইউনিভার্সিটির একদল চিকিৎসক।

জন্মগত ক্রুটির কারণে দেড় বছরেরও বেশী আগে হৃদপিন্ড অপসারণ করা হয় স্ট্যান লার্কিং এর। এরপর কাঙ্খিত ডোনার না পাওয়ায় ঘটে বিপত্তি।

তাই ব্যাকপ্যাকেই তাকে বয়ে বেড়াতে হয় কৃত্রিম হৃদপিন্ড।

জন্মগত ত্রুুটির কারণে তার ভাইয়ের দেহেও হৃদপিন্ড প্রতিস্থাপন করা হয়। তবে খুব সহজেই তার ডোনার পাওয়ায় অল্প কিছুদিন পরই সেরে ওঠেন তিনি।