English Version
আপডেট : ২৫ জুন, ২০১৬ ১৫:৩৭

নগ্ন করে গ্রাম ঘোরালো প্রেমিক প্রেমিকাকে

অনলাইন ডেস্ক
নগ্ন করে গ্রাম ঘোরালো প্রেমিক প্রেমিকাকে

ভারতের রাজস্থানে স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় দায়ে প্রেমিকসহ ওই নারীকে নগ্ন করে গ্রাম ঘোরানো হয়েছে। পরিশেষে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়।

রাজস্থানের উদয়পুরের কানোরের কাসোটিয়া গ্রামের বাসিন্দা ওই নারী ১৭ জুন তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ২০ জুন তারা ধরা পড়েন। এবং তাদের গ্রামে ফেরত নিয়ে আসা হয় ।

এসময় ওই নারীর স্বামী ভানওয়ার লাল মিনার নেতৃত্বে গ্রামের পঞ্চায়েত নেতারা প্রেমিক যুগলকে নগ্ন করে পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে আসেন।  পরে তাদের দুদিন একটি কক্ষে নগ্ন করে আটকে রাখা হয়। খবর পেয়ে ওই গ্রামে হাজির হয় যুবকের পরিবার। তাদের কাছে ২ লাখ টাকা দাবি করে গ্রামবাসী।

শেষমেশ ৮০ হাজার টাকার বিনিময়ে ছাড়ে যুবককে। ওই তরুণীর ভাই থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন।

সরকারি অফিস ও স্কুল থেকে কয়েক মিটার দূরে এ ঘটনা ঘটলেও এ বিষয়ে কেউ কোনো উচ্চবাচ্য করেননি। পরে ওই যুগলের নগ্ন ছবি প্রত্যক্ষদর্শীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামীসহ ১৩ জনকে আটক করেছে ।