English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ০১:৩৬

ছাগল কুকুরকে ধর্ষণ করত আমিরুল

অনলাইন ডেস্ক
ছাগল কুকুরকে ধর্ষণ করত আমিরুল

ভারতের কেরালার জিশা হত্যা মামলার আসামি আমিরুল ইসলাম পশুদের ধর্ষণ করার পর হত্যা করত। ছাগল কুকুর ধর্ষণের পর লিঙ্গ কেটে নিয়ে জীবগুলোকে হত্যা করত তিনি।

জিজ্ঞাসাবাদের সময় আমিরুলে মুখ থেকে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

তার এই বিকৃতকাম যৌনতার তথ্য ফাঁস হয়ে পড়ে যখন পুলিশ এ সম্পর্কিত একটি ভিডিও আবিষ্কার করে। ভিডিওতে আমিরুলকে চলতি বছরের শুরুতে পেরুমবাভোরের এক পরিবারের মালিকানায় থাকা একটি ছাগলকে ধর্ষণ করতে দেখা যায়।

ধর্ষণের পর ছাগলটির জননাঙ্গটিও কেটে নিতে দেখা গেছে। আরেক শ্রমিকের মোবাইলে ধারণ করা হয় ওই ভিডিও।

পেশায় নির্মাণকর্মী আমিরুল অবসরে পর্ন মুভি দেখতেন বলেও জানান তদন্ত কর্মকর্তারা।
 
তাদের ধারণা আমিরুল একা নয় তার বেশ কয়েকজন সহকর্মীও এহেন অপকর্মে জড়িত। এমনকি তারা পরস্পরের এই অপকর্মের দৃশ্য পালাক্রমে ভিডিও করতো। এই খবর বের হওয়ার পর ওই এলাকায় গরু, ছাগল ও কুকুরদের পশু হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করানোর হিড়িক পড়ে গেছে বলেও জানা গেছে।