English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০২:০১

৪৭২টি কন্যার গর্বিত বাবা মহেশ

অনলাইন ডেস্ক
৪৭২টি কন্যার গর্বিত বাবা মহেশ

গুজরাটের ভাবনগরের মহেশ সাভানি-র কাছে জীবনের অতিগুরুত্বপূর্ণ দিন ‘ফাদারস ডে’। দেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে থাকে সকাল থেকে। সেসময়ে বাড়িতে পা রাখার  জায়গা থাকে না। হবে না-ই বা কেন, ৪৭২টি কন্যার গর্বিত একমাত্র বাবা মহেশ সাভানি।

তাই ‘ফাদারস ডে’ তো তাঁর কাছে স্পেশাল হবেই। ৪৭২টি কন্যারই বিয়ে দিয়েছেন মহেশ। প্রত্যেকেই এখন দাম্পত্য জীবনে সুখি। ‘গর্বিত’ পিতা ৪৭ বছর বয়সি মহেশ জীবনটা বদলে যায় বছর দশেক আগে। পিতৃহীন দুই ভাইজির বিয়ের সময় কন্যাদান করেছিলেন পেশায় ব্যবসায়ী মহেশ।

তখনই তাঁর মনে হয়, তাঁর ভাইজিদের মতো কত মেয়েরই বাবা নেই। তাদের তো বিয়ে দেওয়ার কেউ থাকে না। ঠিক করেন, দুঃস্থ পিতৃহীন মেয়েদের নিজের খরচায় বিয়ে দেবেন তিনি। সালটা ২০০৮। শুরু করেন এই মহত্‍‌ কাজ।

আবাসন, হিরের ব্যবসা করেন মহেশ। কয়েকটি স্কুলও চালান। ব্যবসার লাভ থেকেই একটা অংশ তিনি রেখে দেন পিতৃহীন মেয়েদের বিবাহের জন্য। দায়সারা গোছের বিয়েও নয়। রীতিমতো সোনা, রুপোর গয়না, শাড়ি, বাসন দিয়েই কন্যাদান করেন মহেশ।

৪৭ বছরের মহেশ সাভানি ২০০৮ থেকে এখনও পর্যন্ত ৪৭২টি পিতৃহীন দুঃস্থ মেয়ের বিয়ে দিয়েছেন নিজ খরচায়।