English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০১:৪৫

স্ত্রী-পেমিককে পিলারে বেঁধে পেটালো স্বামী

অনলাইন ডেস্ক
স্ত্রী-পেমিককে পিলারে বেঁধে পেটালো স্বামী

বাড়ির পিলারে দড়ি দিয়ে বেঁধে স্ত্রীকে পেটাচ্ছেন স্বামী। এর পাশের পিলারে তার স্ত্রীর পেমিককে বেঁধে ধোলাই দেওয়া হচ্ছে একই সময়ে। আর প্রকাশ্যে এই ঘটনা দেখছেন অনেকেই। গোটা ঘটনাটি বসে উপভোগ করল শিশু থেকে বৃদ্ধ। কিন্তু, এগিয়ে এসে বাধা দিলেন না কাউকেই।

সম্প্রতি ভারতের এই ঘটনাটির এমনই একটি ভিডিও ফেসবুক পেজে ভাইরাল।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই তাঁদের এই শাস্তি দেয়া হচ্ছে। তবে ঘটনাটি কোন জায়গার, তা নিয়ে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি।

উত্তর ভারতের কোনো এক রাজ্যের ঘটনা বলে মনে করা হচ্ছে।

কুন্দন শ্রীবাস্তব নামে এক সমাজকর্মী এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন।
 
ছবি পোস্ট করে জানিয়েছেন, এক ফলোয়ারের পাঠানো ছবি শেয়ার করেছেন তিনি। বাকি ঘটনা নিয়ে বিশেষ কিছু জানাননি তিনি।